‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে কোতোয়ালি থানা বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ১৯নং ওয়ার্ডে বলাশপুর এলাকা বাসীর সমন্বয়ে গঠিত কোতোয়ালি থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিট অফিসার এসআই জাহিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ময়মনসিংহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এলাকাবাসী।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন ও সদর উপজেলার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতাযাত করে। আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে। পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।
বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি ময়মনসিংহ বাসীর পাশ্ববর্তী বা প্রতিবেশী উপজেলাসহ। সদর থানা এলাকায় আপনাদের যেকোন সমস্যায় আমার কোতোয়ালি থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা যেমন সরাসরি গিয়ে সেবা নেন। তেমনি ভাবে আমার থানাতেও সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ময়মনসিংহ বিভাগীয় নগরীর বড় একটি থানা। ভৌগলিক ভাবে কোতোয়ালি চারপাশে বেশ কয়েকটি জেলার অবস্থান। তিনি আরো বলেন, গত ৬ মাসে এই থানা এলাকায় ব্যাপক পরিবর্তন করেছি। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দারগোড়ায়। নিরাপদ নগরী গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ।
পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল কোতোয়ালি থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আসুন এবং সেবা নিন।