শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
আমার স্বামী ও ছেলে হত্যার ফাঁসি চাই, আর কিছুই চাই এটাই আমার দাবি স্ত্রী : শিল্পী বেগম ময়মনসিংহের ১০ গ্রামে খাবার পানির জন্য হাহাকার আপনাদের যেকোন সমস্যায় আমার থানার দরজা সব সময় খোলা ওসি : শফিকুল ইসলাম  ভাতিজার হাতে চাচা খু *ন ময়মনসিংহে কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, বাতিল শতকোটি টাকার কাজ  ময়মনসিংহের চরে অনুষ্ঠিত হলো রশি টানাটানি খেলা  মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয় কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধ, এখন যান চলাচল স্বাভাবিক ময়মনসিংহে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিংকু রায় , মোহনগঞ্জ (নেত্রকোণা)
  • আপডেটের সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৯ সময় দেখুন

নেত্রকোণার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোঃ সাইদুর রহমান, মাওলানা শুয়াইব বিন মুজিব ও মাওলানা তোফালে আহমেদ হাবিবীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা পরিষদ গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, পৌর শহরের জামিয়া ক্বাসেমিয়া মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মডেল মসজিদের ইমাম মুফতি শামীম আহমেদ, উপজেলা জামায়েতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আখতার হোসাইন প্রমূখ। বক্তারা বলেন, পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার নূরুল্লারচর গ্রামের ইলিয়াস হোসাইন আরারি ও তার ভাই মেহেদী হাসান তাদের অনুগত সন্ত্রাসীদের নিয়ে আলেমদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। পাশের উপজেলা থেকে মোহনগঞ্জে এসে তারা একের পর এক আলেমদের ওপর হামলা চালালেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, হামলাকারী সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল মোহনগঞ্জ পৌরশহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে মুফ্তি ইলিয়াস হোসাইন আরাবির সাথে অন্য আলেমদের ঝামেলা হয়। পরবর্তীতে এর জের ধরে আলেমদের ওপর হামলা অব্যাহত রয়েছে। হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রশাসন ও পুলিশের প্রতি দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহৎ কর্মসূচি পালন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত টিভি
ESAITBD Sof-Lab UAE/BD