শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
আপনাদের যেকোন সমস্যায় আমার থানার দরজা সব সময় খোলা ওসি : শফিকুল ইসলাম  ভাতিজার হাতে চাচা খু *ন ময়মনসিংহে কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, বাতিল শতকোটি টাকার কাজ  ময়মনসিংহের চরে অনুষ্ঠিত হলো রশি টানাটানি খেলা  মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয় কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধ, এখন যান চলাচল স্বাভাবিক ময়মনসিংহে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মোহনগঞ্জে মডেল মসজিদের সহকারী ইমামের ওপর হামলা গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয়

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়

Hemonto Desk
  • আপডেটের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৫ সময় দেখুন
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৬/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৬/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং-০৬/০৪/২০২৫ তারিখ গত ২৪ ঘন্টায়

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া

মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ আকবর (২০), পিতা-মো মিন্টু মিয়া,
মাতা-মোছাঃ বেদনা, সাং-বাঁশবাড়ী কলোনী, ২। মোঃ নিরব (১৮), পিতামৃত-চাঁন মিয়া মাতা-
মোছাঃ পারুল, সাং-নতুন বাজার রেল ক্রসিং, উভয় থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট
হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট করেন।

এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান
পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জুলহাস (৩০), পিতা-লাল মিয়া, মাতা-
ছালেহা বেগম, ২। মোঃ আকাশ মিয়া (২৫), পিতা-মোঃ নয়ন মিয়া, মাতা-জায়েদা খাতুন,
উভয় সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা
হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) গোলাম রব্বানী, এএসআই (নিঃ) ওমর ফারুক, এএসআই
সাইফুল ইসলাম, কামরুল হাসান, মাহমুদুল হাসান জামান, শওকত হোসেন, আবু সায়েম,
সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৮ টি পরোয়ানা
ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। আব্দুল্লাহ মোছাফির শরণ (), পিতা-মোঃ আঃ রহিম, স্থায়ী: গ্রাম- সানকি পাড়া
(নর্থ), উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ সমর আলী (), পিতা-মোঃ জবান আলী, স্থায়ী: (সাং-দুলদুল ক্যাম্প) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোঃ দেলোয়ার হোসেন ওরফে বেকার (৩৪), পিতা-মোঃ ওলিউল্লাহ, স্থায়ী : গ্রাম-
কৃষ্টপুর (কৃষ্টপুর মালঞ্চ কলোনী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –
ময়মনসিংহ, বাংলাদেশ
৪। মোঃ ফারুক আহাম্মেদ (), পিতা-মালেক মিয়া, স্থায়ী: গ্রাম- বন্দমদল (বন্ধমদন) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৫। আশরাফুল আলম (), পিতা-সিদ্দিকুর রহমান, স্থায়ী: গ্রাম- গোষ্টা পাড়া,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৬। মোঃ দিহান (২৫), পিতা-আজগর আলী, স্থায়ী : গ্রাম- দক্ষিণ সেহড়া (ধোপাখোলা) ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৭। এমদাদুল (২৯), পিতা-দুলাল মিয়া, স্থায়ী: গ্রাম- দাপুনিয়া (ভাটি দাপুনিয়া (সুবেদারের
বাড়ীর সাথে)) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৮। আজমল হোসেন (), পিতা-ইয়াকুব আলী, স্থায়ী: গ্রাম- উজান ঘাগড়া (উজান
ঘাগড়া,(জয়নাল মেম্বারের বাড়ী)) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
বাংলাদেশ

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরন করা হইয়াছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত টিভি
ESAITBD Sof-Lab UAE/BD