মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই উখিয়া থানা পুলিশের তৎপরতায় সাংবাদিক হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আবু বক্কর (৩৮) প্রকাশ চোরা বক্কর , ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হোছেন আহমদের পুত্র।
শনিবার (২৯ মার্চ) বিকেলে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন স্থানীয় সাংবাদিক এম এ রহমান সীমান্ত।
এঘটনায় ২৮ মার্চ রাতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। বক্কর এই মামলার ১নং আসামী বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক প্রবাল সিনহা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ” ঘটনার পর থেকেই উখিয়া থানা পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।”
উখিয়া থানাকে ধন্যবাদ জানিয়েছেন ডান চোখে মারাত্মক আঘাত নিয়ে চিকিৎসাধীন এম এ রহমান সীমান্ত।
তিনি বলেন, ” তড়িৎ পদক্ষেপ নেওয়ায় উখিয়া থানাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি অন্য আসামীরাও দ্রুত আইনের আওতায় আসবে এবং তারা উপযুক্ত শাস্তি পাবে।”