বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহের চরে অনুষ্ঠিত হলো রশি টানাটানি খেলা  মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয় কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধ, এখন যান চলাচল স্বাভাবিক ময়মনসিংহে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মোহনগঞ্জে মডেল মসজিদের সহকারী ইমামের ওপর হামলা গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামী গ্রেফতার করা হয় বৈশাখী উৎসবে মেতে উঠেছে ময়মনসিংহের জনপদ আধুনিক ও মডেল মুক্তাগাছা গড়ার পথে খেরুয়াজানিতে ডা. মাকামে মাহমুদের দৃঢ় পদক্ষেপ উখিয়ায় গরু চুরির মিথ্যা অভিযোগে নিরীহ ৭ জন হয়রানির শিকার!

২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি আটক সহ প্রাইভেটকার উদ্ধার করেছে র‌্যাব-১৪

গোলাম কিবরিয়া পলাশ
  • আপডেটের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩১ সময় দেখুন
২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি আটক সহ প্রাইভেটকার উদ্ধার করেছে র‌্যাব-১৪
২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি আটক সহ প্রাইভেটকার উদ্ধার করেছে র‌্যাব-১৪

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে।

গতকাল (৫ এপ্রিল) রাত ৯টায় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের বুরুঙ্গা এলাকার দুর্গাপুর-ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সামনে একটি চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এ সময় একটি মেরুন রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন:
১. মোঃ পলাশ মাতুব্বার (৪২), পিতা-মৃত সেকান্দার মাতুব্বার, সাং–পূর্ব শিলারচর, থানা–মাদারীপুর সদর।
২. আবুল কাশেম বারি (৬৯), পিতা-মৃত তারা মিয়া, সাং–চর লক্ষিপুর, থানা–মাদারীপুর সদর।
৩. রমজান শেখ (৩০), পিতা–মোঃ সালাম শেখ, সাং–মোচরকান্দি, থানা–রাজৈর, জেলা–মাদারীপুর।

পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৪৫ মিনিটে একই এলাকার বাইতুল আতিক জামে মসজিদের পশ্চিম পাশে পলাতক মাদক কারবারি এরশাদুল হক (৪৫)-এর বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ঘরের মেঝের নিচে লুকানো অবস্থায় একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে রাখা ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সর্বমোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২৬ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকার জব্দ করা হয়।
র‌্যাব-১৪ জানায়, দেশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে তারা বদ্ধপরিকর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত টিভি
ESAITBD Sof-Lab UAE/BD