ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সড়ক করতে গেলে ঠিকাদারকে কোনো ধরনের অনিয়ম করা যাবে না। যেভাবে ঠিকাদারের নীতিমালা উল্লেখ করা হয়েছে, যেমন বালু, সিমেন্ট ও রড নিয়মে যা আছে তা দিতে হবে। অনিয়ম ঘটলে তা কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে।
গফরগাঁও পৌরসভা সালটিয়া কাঁচা বাজারে ৫ শত ৯০ মিটার আর.সি.সি ড্রেন ও ৩ শত ৫৫ মিটার আর.সি.সি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এ কথা বলেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও গফরগাঁও পৌরসভা পরিদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সাবেক ইউপি সচিবদের) সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার এনএম আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ফয়সাল আরবি জিহাদ। জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, নিরপেক্ষভাবে জনগণকে সেবা দিতে হবে।
কোনো ধরনের হয়রানি করা যাবে না। জনসাধারণকে হয়রানি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রতিটি ইউনিয়নের সকল সুযোগ-সুবিধা জনগণকে অল্প সময়ের মধ্যে দিতে হবে। সকল ধরনের সুবিধা দেওয়া হলে জনসাধারণ উপকৃত হবে।