অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন কলতাপাড়া রুকনাকান্দা সাকিনস্থ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বড়ইতলা মোড় সংলগ্ন জনৈক ফজলু মিয়ার চা পানের দোকানের সামনে মহাসড়কের পাশ হইতে ১৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ ২২.২৫ ঘটিকায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি চোরাই মোটর সাইকেলসহ আসামী ১। মোঃ মাসুদুর রহমান (৩৫), পিতা মৃতঃ আঃ করিম, মাতা-ফরিদা বেগম, সাং-রুকনাকান্দা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ও চোরাই মোটর সাইকেল কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি চোরাই মোটর সাইকেল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।