উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেপটখালী ও চোয়াংখালী এলাকার ৭ জন নিরীহ মানুষের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ করেছেন স্থানীয় নরু হোসেন নামে এক ব্যক্তি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দিনমজুর শফিক, ব্যবসায়ী কাদের, আজিজ, রফিকসহ আরও কয়েকজন সাধারণ মানুষ।
তবে স্থানীয়দের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেই এই হয়রানি করা হচ্ছে।
অভিযুক্ত শফিক জানান, ঘটনার দিন তিনি আত্মীয়ের বাড়িতে ছিলেন এবং তার উপস্থিতির প্রমাণ রয়েছে। এমনকি ওইদিন তার নাতনির সাথেও সকালের সময় কাটানোর কথা নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
শফিক আরও বলেন, “নরু হোসেনের সাথে আমাদের জায়গা-জমি নিয়ে পুরনো বিরোধ আছে। সে আমার কাছ থেকে স্ট্যাম্পে টাকা নিয়ে এখন উল্টো হয়রানি করছে।”
পুলিশের বক্তব্য:
উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, “১১ এপ্রিল অভিযোগ পেয়ে তদন্তের জন্য ইনানী পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে।”
এলাকাবাসীর দাবি:
নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে সমাজে হেয় করা হচ্ছে। দ্রুত সঠিক তদন্ত করে তাদের মুক্তি ও সম্মান ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।