Blog

  • জীবননগর উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    জীবননগর উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পবিত্র রমজান উপলক্ষে জীবননগর উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য পরিষদের কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এতে উপদেষ্টা কমিটি, পরিচালনা কমিটি এবং সাহিত্য পরিষদের সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য মোঃ শাহজাহান কবীর ও মোঃ শামসুজ্জামান ডাবলু। এছাড়া, পরিচালনা কমিটির সভাপতি আল হাসান মোঃ আবু তালেব এবং সাধারণ সম্পাদক মোঃ রকিকুল ইসলাম বাবুসহ পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা অংশগ্রহণ করেন।
    আলোচনা সভা ও দোয়া মাহফিল
    ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা সাহিত্য, সংস্কৃতি ও সমাজের উন্নয়নে জীবননগর উপজেলা সাহিত্য পরিষদের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সাহিত্য পরিষদের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
    আলোচনা শেষে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও সংগঠনের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
    সাহিত্য পরিষদের এই আয়োজনকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

  • ভেজাল ও নিম্নমানের সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।

    ভেজাল ও নিম্নমানের সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।

    কক্সবাজার উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর উৎপাদন করে বাজারে বিক্রি করা হচ্ছে এতে স্বাস্থ্যের ঝুঁকিতে এলাকাবাসী .

    কক্সবাজার উখিয়া উপজেলা কুতুপালং উত্তর পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন বন ভুমি জায়গায় দালান নির্মাণ করে অনুমোদন বিহীন অবৈধভাবে জনি ফুড প্রোডাক্টস্ নামে একটি চানাচুর তৈরির কারখানা গড়ে উঠেছে।কারখানায় রোহিঙ্গা শ্রমিক দিয়ে বিভিন্ন রকমের ভেজাল পণ্য তৈরী করে বাজারে বিক্রি করে যাচ্ছে।

    প্রত্যেক  দিন লক্ষ লক্ষ টাকার চানাচুর তৈরি করে বিভিন্ন হাটবাজারে ও গ্ৰামে গিয়ে গঞ্জে  বিক্রি করে আসছে।ফলে এসব চানাচুর খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছে এলাকাবাসী। 

    এই বিষয়ে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আনন্দ টিভির উখিয়া উপজেলা প্রতিনিধি নুরুল আলম ও উখয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম সহ কয়েকজন সাংবাদিকদের কারখানার মালিক জনি কতৃক তার সহযোগীরা মিলে সাংবাদিকদের কে প্রাণনাশের হুমকি দেয়।এক পর্যায়ে নিউজ না করার জন্য চাপ প্রয়োগ করেন।

    এই বিষয় নিয়ে কক্সবাজার বিএসটিআইয়ের কর্মকর্তা  রঞ্জিত কুমার মল্লিক পরিদর্শক,তিনি জানান,উখিয়া চানাচুর কারখানায় কোন ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি,তবে অবৈধভাবে কারখানা খুলে চানাচুর বাজারে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

  • ময়মনসিংহে কোতোয়ালি থানার শ্রেষ্ঠ এএসআই : ফরহাদ উদ্দিন

    ময়মনসিংহে কোতোয়ালি থানার শ্রেষ্ঠ এএসআই : ফরহাদ উদ্দিন

    দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রম, মেধা আর লক্ষ্যে ফৌছানোর প্রত্যায়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে মনোনীত এবার ময়মনসিংহ কোতোয়ালি থানার শ্রেষ্ঠ হিসেবে পুরস্কারে ভূষিত হলেন পুলিশের এই এএসআই ফরহাদ উদ্দিন।

    কোতোয়ালি থানায় এএসআই দায়ীত্বভার গ্রহণের পরে এ থানার বিভিন্ন অঞ্চলের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এর উৎপাত, অপহরণ, সূত্রহীন চাঞ্চল্যকর হত্যাকান্ডের দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদঘাটন সহ আসামিদের গ্রেপ্তার, অপরাধ দমনে বিশেষ অবদান শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে মনোনীত রাখার স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল এর কাছ থেকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরষ্কৃত হন তিনি।

    বৃহস্পতিবার (২০ মার্চ) জেলা পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। এসময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই।

    পুরস্কার পেয়ে ফরহাদ বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ডাকাত নিয়ন্ত্রণে রাখতে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। জনসাধারণ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি।

  • ময়মনসিংহে গ্রেফতার আরসা সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের ২ মামলা

    ময়মনসিংহে গ্রেফতার আরসা সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের ২ মামলা

    ময়মনসিংহে গ্রেফতার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যসহ ১০ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় ৩০ লাখ টাকা ১২ ভরি স্বর্ণালংকার জব্দ দেখানো হয়েছে।

    মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব ১১‍‍`র সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান রুপালী বাংলাদেশকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

    আসামিরা হলেন- হাসান, আসমাউল হোসনা, শাহিদ, শাহিনা, সোনোয়ারা, আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমতউল্লাহ।
    এর আগে গত সোমবার ভোররাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে দুই শিশুসহ ৬ জনকে আটক করা হয়।

    ওসি শফিকুল ইসলাম খান বলেন, ৪ জনকে ময়মনসিংহ ও ৬ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সঙ্গবদ্ধ হয়ে পরিকল্পনা করছিলেন। আসামিরা নারায়ণগঞ্জ রয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণধর্ষণের শিকার নারী সাংবাদিক; নিন্দা ও প্রতিবাদ -বিএমইউজে

    সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণধর্ষণের শিকার নারী সাংবাদিক; নিন্দা ও প্রতিবাদ -বিএমইউজে

    রাজধানীর মিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। সোমবার রাত ১টার দিকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার পল্ল­বী থানায় একটি মামলা হয়েছে।

    আসামিরা হলো- এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও অজ্ঞাতনামা ৮ জন।

    অভিযোগে জানা গেছে, ওই নারী সাংবাদিক একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত। তিনি এক মাস আগে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টেনম্যান্টের মাটিকাটা এলাকায় নিরীহ নারী-পুরুষদের এনে প্রলোভন দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। চক্রটি ধরতে ওই নারী সাংবাদিক নিজেই উদ্যোগ নেন। এ জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে সোমবার রাত ১১টায় মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র মামলার উল্লি­খিত আসামিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে তাকে মাটিকাটা এলাকা থেকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তিন তলার একটি অন্ধকার ফাঁকা রুমে তাকে রাতভর ধর্ষণ করা হয়।

    পল্ল­বী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান তাদের প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতির বিবেকে আর কত বিষধর ছোবল সহ্য করা হবে! গণধর্ষনের শিকার নারী সংবাদকর্মীর লোমহর্ষক অমানবিক ঘটনায় আর কত স্ত্রী সন্তান ধর্ষিত হলে সরকার নড়েচড়ে আইনের শাসন প্রতিষ্ঠায় তৎপর হবেন। ঘৃণ্য ধর্ষকদের শুধু গ্রেপ্তার নয়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।

  • সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা!

    সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা!

    কক্সবাজারের টেকনাফে জমি ঘটনাকে কেন্দ্রে করে অপহরণের নাটক সাজিয়ে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার অভিযোগ উঠেছে।
    গত ১৭ মার্চ রাতে টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার বাসিন্দা মো. জয়নাল বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

    এই মিথ্যা মামলার দুই নম্বর আসামি করা হয় দৈনিক কক্সবাজার প্রতিদিন পত্রিকার  প্রতিনিধি মো. ফারুক বাবুলকে। তিনি ঐ পত্রিকার টেকনাফ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ অভিযোগ পর্যন্ত নেই। এই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

    মামলার বাদি জয়নাল টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ আলী প্রকাশ কালা মোহাম্মদ আলির ছেলে। বিরোধী জমির মালিকানা দাবিকারী টেকনাফের শীর্ষ ইয়াবা ডন আত্মসমর্পণকারী নুরুল আমিন। এছাড়া বাদীর আরেক ভাই আত্মসমর্পণকারী ইয়াবা ডন আবদুল আমিন। এদিকে আলোচিত টেকনাফের মাদক-হুন্ডির ডন মো. আমিনের ছোট ভাই জমির মালিক নুরুল আমিন। গেল বছরের (২০ মে) আবদুল আমিন সাত লাখ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হন।

    র‌্যাব জানিয়েছে, আটকদের মধ্যে আব্দুল আমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি। তিনি গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে প্রথম দফায় আত্মসমর্পণ করেছিলেন। পরে সাজাভোগ শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি ইয়াবার বড় একটি চক্র নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বিরুদ্ধে টেকনাফসহ দেশের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

    এদিকে জমির নথিপত্র পর্যালোচনায় করে জানা যায়, টেকনাফ মৌজার আরএস-২৬৭ খতিয়ানের মালিক আব্দুর জব্বার থেকে আয়ুব আলী ক্রয় করেন। এমআর রেকর্ডে ৪৫৬ নং খতিয়ান উক্ত আয়ুব আলির নামে রেকর্ড হয়। আয়ুব আলী মৃত্যুতে তৎ স্বত্ব আবদুর রেজ্জাক পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হন। তৎসময় বিএস জরিপে ১৪৬ নং খতিয়ান উক্ত আবদুর রেজ্জাকের নামে রেকর্ড চূড়ান্ত হয়। আবদুর রেজ্জাক থেকে বিগত ২২/৩/১৯৮২ ইংরেজি তারিখ কক্সবাজার এসআর অফিসের রেজিষ্টীকৃত ২৭৫০ নং কবলা মূলে ছলেমা খাতুন স্বামী মৃত মো. ইসমাইল মালিক হন। যাহা টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ৭৪২৬ নং সৃজিত খতিয়ান এবং ডিয়ারা জরিপের ১২৭৩ নং খতিয়ান উক্ত ছলেমা খাতুনের নামে রেকর্ড প্রচার হয়। এদিকে ছলেমা খাতুন থেকে বিগত ১৮/৩/২০১৫ ইং তারিখে টেকনাফ এসআর অফিসের রেজিস্ট্রিকৃত ৬১৭ নং হেবা দলিল মূলে কন্যা আনোয়ারা বেগম ২০ শতক প্রাপ্ত ও সত্ত্ব¡ দখলীয়। যা টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সৃজিত ৩৮৯১ দিয়ারা খতিয়ান আনোয়ারা বেগমের নামে প্রচার হয়। প্রকৃত পক্ষে আনোয়ারা বেগম গংয়ের বিশেষ টাকার প্রয়োজনে গত ১২/০৩/২৫ ইং তারিখে মৌলভি হাফেজ আহমেদ গংয়ের এর সাথে লিখিত বায়না চুক্তি সম্পাদন ও জমির দখল বুঝিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উক্ত ইয়াবা ও হুন্ডি কারবারিরা তাদের জমি দাবি করে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে অপহরণের নাটক সাজিয়ে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে রাতারাতি মামলা রুজু করে। এদিকে উক্ত মামলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে।
    উক্ত অপহরণ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জমিতে প্রবেশ করে মালিকের কাছ থেকে চাঁদা দাবি,  ভিকটিমদের শারীরিক ও মানসিক নির্যাতন , বাড়ি ছেড়ে দেওয়ার  ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদান করছে এমন কথা উল্লেখ থাকলেও  এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন উক্ত মামলার আসামি মৌলভি আলমগির।
    তিনি জানান,প্রকৃত পক্ষে জমির মালিক আনোয়ারা বেগম গং এর সাথে আমাদের  লিখিত  চুক্তি ও জমির দখল বুঝিয়ে দেন।  উক্ত জমিতে কাউকে  কোনো প্রকার নির্যাতন ও হুমকি করা হয়নি। উক্ত ভিকটিমরা  নিজেদের ইচ্ছায় বাড়ি থেকে  অন্য জায়গায় চলে যাওয়ার ভিডিও ফুটেজ প্রমাণ রয়েছে।তারা পৌরসভার আলিয়াবাদ এলাকার কবির বিল্লাহ নামক ভাড়া বাসায় গোপন অবস্থান নেয় । পরবর্তীতে  অপহরণ হয়েছে বলে পুলিশের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে।
    পুলিশ তাদের মিথ্যা নাটক বুঝতে না পেরে মামলা রেকর্ড করেন। মামলার এজাহারে যাঁদের ভিকটিম বানানো হয়েছে তারা প্রকৃত আলিয়া বাদের বাসিন্দা নন। তারা রোহিঙ্গা বলে জানা গেছে, তদন্ত করলে তাদের প্রকৃত ঠিকানা বেরিয়ে আসবে। জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ফায়দা হাসিল করার জন্য রোহিঙ্গাদের ভিকটিম বানিয়ে অপরণ  মামলার নাটক সাজাই ইয়াবা কিংবা।
    প্রত্যক্ষদর্শী মো. নাসির উদ্দিন জানান,গত ১৬ মার্চ বিকালে কয়েকজন মহিলা ও পুরুষ নিয়ে সিএনজি যোগে  চলে যাচ্ছে দেখলাম।পরে তারা পৌরসভার আলিয়াবাদ কবির বিল্লাহ নামক ভাড়া বাসায় উঠে পরে জানতে পারি তারা নাকি অপহরণ হয়েছে। সেটি নিয়ে কৌশলে অপহরণের মামলা করে বলে শুনেছি। জমি জমা নিয়ে পূর্ব বিরোধ থাকার জের ধরে এ অপহরণ মামলার নাটক সাজিয়েছে বলে জানলাম। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে তাদের অপহরণ করা হয়নি।

    এ বিষয়ে জানতে সিনিয়র সাংবাদিক মো. শহিদুল উল্লাহ   বলেন,টেকনাফের আলোচিত আত্মসমর্পণকারী ও হুন্ডি ব্যবসায়ী মো. আমিন গং জমি সংক্রান্ত বিষয়ে একজন সাংবাদিককে জড়িয়ে অপহরণ মামলা করা হয়েছে।তা প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছি তাদের ইয়াবা  বাণিজ্য ও জায়গায় জমি দখল  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন ওই ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু আজ উলটো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করে ইয়াবা কারবারি পরিবার। আমরা এ মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি চেয়ে তীব্র নিন্দা জানাচ্ছি।

    এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) গিয়াস উদ্দিন বলেন, এজাহার দিয়েছে আমি মামলা রেকর্ড করছি। কেউ নির্দোষ হলে  তদন্ত করে দেখব। বিষয়টি নাটক হলে তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

  • ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে এসিল্যান্ড : সাইদ মোহাম্মদ ইব্রাহিম

    ময়মনসিংহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে এসিল্যান্ড : সাইদ মোহাম্মদ ইব্রাহিম

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে ময়মনসিংহ নগরীর খাঘডোহর ও গন্ডি বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদ মোহাম্মদ ইব্রাহিম, করেছেন পরিচ্ছন্নতারও অভিযান।

    মঙ্গলবার দুপুর সারে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী খাঘডোহর ও গন্ডি বাজারে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন। সরেজমিনে দেখা যায়, এসিল্যান্ড কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তিনি।

    এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাটসহ সব কিছুতেই পর্যবেক্ষণ করেন এসিল্যান্ড সাইদ মোহাম্মদ ইব্রাহিম।

    এ বিষয়ে এসিল্যান্ড সাইদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এইজন্যই আমরা জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। আমরা আড়তে, পাইকারি-খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। উনারা আমাদের জানিয়েছেন উনারা এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন।

    তিনি আরও বলেন, মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় আমরা সদা তৎপর। সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করি। আমরা তাদের বলেছি কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করে তাহলে যেন আমাদের জানায়। ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

    এসম উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড সাইদ মোহাম্মদ ইব্রাহিম, ভূমি অফিসে সহকারী কর্মকর্তা উপজেলা ভূমি অফিসে তরীকুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফুলবাড়িয়ায় আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

    ফুলবাড়িয়ায় আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

    ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষ-ড়যন্ত্র বলে মনে করছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

    উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল বলেন, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার পরে কেশরগঞ্জের ঘটনা পরিকল্পিত ও সাজানো। পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিপক্ষের কথার জবাব দেন আখতারুল আলম ফারুক। সে ঘটনাটির খণ্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল প্রচার করে যাচ্ছে।

    তারা বলেন, আখতারুল আলম ফারুক আগামী দিনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হবেন, বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক দোয়া ও ইফতার মাহফিলে ব্যপক জনশ্রুত পরিলক্ষিত হলে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। তারই অংশ হিসেবে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নাওগাঁও ও রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলকে পন্ড করার জন্য কলেজের মূল গেইটে ফারুকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে প্রতিপক্ষরা।

    উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, গাড়ি বহরের সামনে থাকা মাদকাসক্তদের তিনি চেনেন না, তারা নে-শাগ্রস্ত অবস্থায় বহরের সামনে অবস্থান নিলে সঠিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে নেতাকর্মীরা। তিনি আরো বলেন, তাদের কথার জবাব দিতে হয়েছে। সামাজিক মাধ্যমে সেটার খণ্ডিত অংশ প্রচার করছে দু-ষ্কৃতকারীরা। ফারুক বলেন, ষ-ড়যন্ত্রকারী একটি গ্রুপ টাকা দিয়ে নে-শাগ্রস্তদের ভাড়া করে গন্ডগোল করার চেষ্টা করেছে।

    এর আগেও বহুবার রাজনৈতিক প্রতিপক্ষ দুষ্কৃতিকারী কিছু লোক আমাকে হেয় পতিপন্ন করার জন্য বিভিন্ন সময় হামলা চালিয়েছে। আমাকে মারার পরিকল্পনাও করেছে। আমি জিয়ার আদর্শের সৈনিক, আমি ভেঙ্গে পড়িনি, আমি আমার আদর্শ থেকে একটুও বিষ্চুতি হইনি, আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • মোহনগঞ্জে যুবদল নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    মোহনগঞ্জে যুবদল নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    মোহনগঞ্জে পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে রবিবার মানববন্ধন করা হয়। পৌরসভার সামনে আয়োজিত মানববন্ধনে নেতারা বলেন, আওয়ামী দোসরদের মিথ্যা তথ্যের ভিত্তিতে পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কার করা হয়েছে। এসময় উপজেলা বিএনপি আহবায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের সদস্য সচিব জীবন তালুকদার, উপজেলা ছাত্র দলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক নাছমুছ সাদী চৌধুরী অপু, সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল হয়।

  • ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি

    ময়মনসিংহ প্রেস ক্লাবের কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি

    ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান নির্বাহী কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সাব কমিটির মাধ্যমে নতুন করে নির্বাচন করার আদেশ দেওয়া হবে না এই মর্মে রুল নিশি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন।

    রুলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ পদাধিকার বলে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলামকে আগামী ২৩ মার্চ ২০২৫ এর মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

    ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর ক্রীড়া সম্পাদক প্রার্থী এম এ মোতালেব এর দায়ের করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান গত ৯ মার্চ এই রুল জারি করেছেন। রীটকারীর পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান ও সিনিয়র এডভোকেট আব্দুল হাই।

    কোন নির্বাচন ও ভোটগ্রহণ ছাড়াই ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন গত ২ জানুয়ারি ২০২৫ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করেন।

    ঐদিন বেলা ১২.৩০ টা থেকে প্রেসক্লাব সংস্কার কমিটির আহব্বায়ক মোঃ শামসুল আলম খান, মূখ্য সংগঠক শিবলী সাদিক খান, যুগ্ম আহবায়ক জহর লাল দে, আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, সুমন ভট্রাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, সাদেকুর রহমান, মফিদুল ইসলাম লাভলু, ইউসুফ খান লিটন, আশিকুর রহমান মিঠু, সেলিম আকন্দ, সারোয়ার জাহান জুয়েল, রোকসানা আক্তার, তসলিমা রত্না, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুল হাকিম, আমিনুল ইসলাম, কামরুল হাসান, মোশারফ হোসেন জুয়েল, বিল্লাল হোসেন মানিক, দ্বীন ইসলাম, বিসু সাহা, সেলিম সাজ্জাদ সহ শতাধিক সাংবাদিক এজিএম স্থগিত ও কমিটি ঘোষণা না করে প্রেসক্লাব সংস্কারে দাবি জানিয়ে দীর্ঘ ৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

    এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যৌথ বাহিনী, পুলিশের কর্মকর্তা সকলেই উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন দাবি অবহিত হয়ে এডিএম এর নেতৃত্বে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হলেও তারা কোন রকম নির্বাচন ছাড়াই কমিটি ঘোষণা করেন। অনির্বাচিত এই কমিটির সদস্যরা গত ৫ জানুয়ারি ২০২৫ দায়িত্বভার গ্রহণ করলে সমালোচনার ঝড় উঠে।